একদিন আগে হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিমন্ত্রণে বিশেষ নৈশভোজে অংশ নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে অনুভূতি প্রকাশ করেছেন আল-নাসেরে খেলা মহাতারকা।
রোনালদো লিখেছেন, ‘মিস্টার প্রেসিডেন্ট আপনাকে নিমন্ত্রণটির জন্য ধন্যবাদ। এমনকি আমাকে ও আমার হবু স্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা দেয়ার জন্য ধন্যবাদ।’
‘প্রত্যেকেরই কিছু না কিছু অর্থবহুল প্রেরণা দেয়ার আছে। প্রজন্মকে সাহস, দায়িত্ব ও স্থায়ী শান্তির মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার অনুপ্রেরণা দিতে আমি প্রস্তুত।’
মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের প্রভাবশালী নেতা এবং ব্যবসায়ীদের মিলনমেলার আয়োজন করেছিলেন। উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও। আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল রোনালদোর উপস্থিতি। ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইলন মাস্ক।









