যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের সংখ্যা কমাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার অবৈধ অভিবাসী তাড়াতে সামরিক বাহিনী ব্যবহারের পরিকল্পনা করছেন তিনি।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার (১৮ নভেম্বর) ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি সংক্ষিপ্ত পোস্টে রক্ষণশীল গ্রুপ জুডিশিয়াল ওয়াচের সভাপতি টম ফিটনের একটি পোস্টের প্রতিক্রিয়ায় এই পরিকল্পনার কথা নিশ্চিত করে ট্রাম্প জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি পরিস্থিতি জারি করবেন তিনি।
ফিটন গত ৮ নভেম্বর লিখেছিলেন, ‘রিপোর্টে দেখা গেছে- গণ নির্বাসন অভিযানে (অবৈধ অভিবাসী তাড়াতে) আগত ট্রাম্প প্রশাসন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার জন্য এবং সামরিক সম্পদ ব্যবহার করার জন্য প্রস্তুত।’ টম ফিটনের এমন পোস্টের প্রতিক্রিয়ায় ট্রাম্প মন্তব্য করেছেন, ‘সত্য!!!’
প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মেক্সিকোর সীমান্ত পেরিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। এ নিয়ে অনেক আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। এইসব অবৈধ প্রবেশ ঠেকাতে ট্রাম্প প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজও শুরু করেছিলেন। এবারের নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল- যুক্তরাষ্ট্রকে বেআইনি অভিবাসী মুক্ত করা।
যুক্তরাষ্ট্রে বর্তমানে ১ কোটি ১০ লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছেন। ট্রাম্প যদি পরিকল্পনা অনুযায়ী অবৈধ অভিবাসীদের তাড়ানো শুরু করেন, তাহলে তা সরাসরি প্রায় ২ কোটি পরিবারের ওপর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।









