ইরানে ক্ষমতার পরিবর্তন দেখতে চান না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ (২৫ জুন) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু শান্ত দেখতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু শান্ত দেখতে চাই। শাসনব্যবস্থার পরিবর্তনের জন্য বিশৃঙ্খলা লাগে এবং আদর্শগতভাবে আমরা এত বিশৃঙ্খলা দেখতে চাই না।
ট্রাম্প আরও জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান সংঘাতে সাহায্যের প্রস্তাব দেওয়ার জন্য ফোন করেছিলেন, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি।
রাশিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্প বলেছেন, না, ইরানের ক্ষেত্রে আমার সাহায্যের প্রয়োজন নেই, আপনার ক্ষেত্রে আমার সাহায্যের প্রয়োজন।









