টলিউডে কয়েক দিন ধরেই পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ঘিরে পরিচালক এবং টেকনিশিয়ানদের দ্বন্দ্ব চলছে। এবার তা চরম আকার নিয়েছে।
ঘটনা শুরু হয়েছে কলকাতার নির্মাতা রাহুল রাহুল মুখোপাধ্যায়ের গোপনে ঢাকায় আসা নিয়ে। কাউকে না জানিয়ে ঢাকায় এসে শুটিং করায় তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল টলিউড নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া’। পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় সংগঠনটি। নিষেধাজ্ঞা তোলায় আপত্তি জানায় ফেডারেশন। ফলে ফেডারেশন পক্ষের টেকনিশিয়ানরা রাহুলের উপস্থিতিতে কাজ করতে অস্বীকার করে।
শনিবার (২৭ জুলাই) সেটে রাহুল মুখোপাধ্যায় উপস্থিত থাকায় টেকনিশিয়ানরা কাজ করেননি। এতে ক্ষেপে যান পরিচালকরা। রবিবার পরিচালকরা জানিয়ে দেন, সোমবার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য শুটিং ফ্লোরে যাবেন না। টালিগঞ্জের টেকনিশিয়ানদের সংগঠন ‘ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’র বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদে নেমেছেন পরিচালকরা। এর ফলে স্তব্ধ হয়ে গেছে টলিউডের ফ্লোর। বর্তমানে বাংলা সিনেমা, সিরিয়াল এবং ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন কন্টেন্টের ভবিষ্যৎ অনিশ্চয়তায়।
ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্সের বিবৃতিতে বলা হয়েছে, ‘যতক্ষণ না পরিচালকদের সমস্যার সুষ্ঠু সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত শুটিং ফ্লোরে সদস্যদের (পরিচালকদের) অনুপস্থিত থাকতে বলা হচ্ছে।’
পরিচালক সংগঠনের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অধিকাংশ পরিচালক সদস্যদের আবেগ ও মতামতকে গুরুত্ব এবং মান্যতা দিয়েই ফ্লোর বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে টলিউডের দ্বন্দ্ব আরও জটিল রূপ নিল। কলাকুশলী বনাম পরিচালক ঝামেলা কবে মিটবে তা অনিশ্চিত। যদিও ইতোমধ্যে মধ্যস্থতা করতে চেয়ে মাঠে নেমেছে আর্টিস্ট ফোরাম। রবিবার ২৮ জুলাই, ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম-এর তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, সকল ভিন্নমতাবলম্বীদের মাঝে মধ্যস্থতাকারীর দায়িত্ব নিয়ে একটি সমাধান সূত্রের খোঁজে অগ্রণী ভূমিকা নিতে প্রস্তুত তারা।
সূত্র: এই সময়ে









