ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ঢাকার তিন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তারা মনোনয়ন প্রত্যাহার করেন।
প্রার্থিতা প্রত্যাহার করেছেন ঢাকার ১০ আসন থেকে খেলাফত মজলিসের প্রার্থী নায়েবে আমির আহমদ আলী কাশেমী। তিনি দুইটি আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন। এখন তিনি ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-১ (সদর হোসেনপুর) আসন থেকে নির্বাচন করবেন।
একই সঙ্গে ঢাকার ১৬ আসনে খেলাফত মজলিসের প্রার্থী আহসানউল্লাহও তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এছাড়া পারিবারিক ব্যস্ততার কারণে ঢাকা-১৮ আসনের গণসংহতি আন্দোলনের প্রার্থী এডভোকেট বিলকিস নাসিমা রহমান তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে এ পর্যন্ত ঢাকার ১৩ টি আসনের মধ্যে তিন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।









