ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী গ্রীন লাইন পরিবহনের একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পুরো বাসটি পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল-সানুহারের মধ্যবর্তী মুক্তিযোদ্ধা আয়নাল হোসেনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ঢাকা থেকে বরিশালের দিকে আসছিল গ্রীন লাইন পরিবহনের বাসটি। ঢাকা বরিশাল মহাসড়কের দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়।
তিনি বলেন, তাৎক্ষণিক বাস থামিয়ে সব যাত্রী বাস থেকে নামিয়ে দেয়া হয়। যার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক বলেও জানান তিনি।









