ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির অপেক্ষায় অনন্য প্রতীক চৌধুরীর প্রথম নির্মাণ ‘নয়া নোট’। এর আগে প্রকাশিত পোস্টার দর্শকদের কৌতূহল জাগিয়েছিল। এবার প্রকাশিত হলো ওয়েব ফিল্মটির টিজার।
প্রায় মিনিটখানেকের এই টিজারে পুরোটা সময় জুড়ে দেখা যায় সময়ের জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খানকে। তবে পরিচিত রূপে নয়- এবার তিনি হাজির হয়েছেন এলোমেলো চুল, উস্কোখুসকো দাড়ি ও মলিন পোশাকে! ঢাকার পথে পথে ভিক্ষুক সেজে ঘুরছেন এই অভিনেতা!
টিজারে ভয়েসওভারে শোনা যায় নাসির উদ্দিন খানের কণ্ঠ- “ঢাকারে যাদুর শহর বলে। কারণ এই শহরে হাত পাতলে খানা পাওন না গেলেও টাকা পাওয়া যায়। কিন্তু একটা ব্যাপার, টাকা দেয় সব ময়লা ফাটা ছেঁড়া; এই শহরের মানুষগুলোর মতোই।”
দৃশ্যগুলোতে দেখা যায়, তিনি যখন মানুষের কাছে হাত পাতেন, তখন সবাই তাকে পুরনো ছেঁড়া ও মলিন টাকা দেয়। তার হাত ভর্তি হয় সেইসব পুরনো টাকায়। ঠিক তখনই কেউ একজন হাতে তুলে দেয় একেবারে নতুন একটি নোট। সেই নয়া নোট হাতে নিয়ে অভিনেতাকে খুশি হতে দেখা যায়। তিনি ঘ্রাণ নেন টাকার, যেনো এটি শুধু অর্থ নয়, কোনো অদ্ভুত রহস্যের প্রতীক।
টিজারের একেবারে শেষে জানানো হয়, খুব শিগগিরই দর্শকরা ‘নয়া নোট’ দেখতে পাবেন আইস্ক্রিনে। তবে মুক্তির সুনির্দিষ্ট তারিখ এখনো জানায়নি প্ল্যাটফর্মটি।
গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় অনন্য প্রতীক চৌধুরীর প্রথম কাজ এটি। শোবিজ অঙ্গনের দুই প্রখ্যাত নির্মাতা অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর একমাত্র ছেলে অনন্য প্রতীক এই কাজের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন। ছেলের প্রথম নির্মাণকে ঘিরে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাবা-মা।
পোস্টার আর টিজার- দুটোতেই নাসির উদ্দিন খানের ভিন্নরূপে হাজির হওয়া দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে কয়েকগুণ। এখন অপেক্ষা কেবল মুক্তির তারিখ ঘোষণার।









