শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অত্যন্ত ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা বৈঠক শেষে দেশে ফিরে একথা বলেন উপদেষ্টা।
আজ সোমবার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, আশা করছি, যুক্তরাষ্ট্র আমাদের পণ্যের উপর যৌক্তিক শুল্ক আরোপ করবে। শুন্য শুল্ক যৌক্তিক বলে এসময় তিনি মন্তব্য করেন।
এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, বাংলাদেশ কোনোভাবেই যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা ঝুঁকি নয়।
এদিকে, ১ আগস্টের আগেই আলোচনার একটি কার্যকর নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যসচিব। সরকারের পদক্ষেপে সন্তুষ্ট প্রকাশ করেন ব্যবসায়ীরা।
দুই দফা বৈঠক করেও যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক নিয়ে এখনো সন্তুষ্টজনক অবস্থানে আসেনি বাংলাদেশ। আগামী সপ্তাহে তৃতীয় দফা বৈঠক হবে।









