মডেলিং থেকে অভিনয়ে এসে জনপ্রিয়তা পেয়েছেন তানজিন তিশা। প্রায় ১০ বছর হলো তিনি নাটকে অভিনয় করছেন।
নানামাত্রিক চরিত্র দিয়ে তিশা নিজেকে অভিনেত্রী হিসেবে বারবার প্রমাণ করেছেন। তবে সময়সাময়িক অনেকেই সিনেমা করলেও তিশাকে এখনও পাওয়া যায়নি রূপালী পর্দায়।
এদিকে, কিছুদিন পরপর সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন রটে, তানজিন তিশা সিনেমায় আসছেন। শেষ পর্যন্ত এই খবর গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে।
গেল মাসেও শোনা যায়, পশ্চিমবঙ্গে ‘ভালোবাসার মরসুম’ সিনেমা করতে যাচ্ছেন তিশা। জানা যায়, ভিসা জটিলতায় এর কাজ আটকে আছে।
এরপরেই গুঞ্জন রটে, বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদের পরিচালনায় মেগাস্টার শাকিব খানের আসন্ন ছবি ‘সোলজার’-এ কাজ করবেন তিশা। বিষয়টি মৌখিকভাবে চূড়ান্ত হলেও লিখিতভাবে এখনও চুক্তিবদ্ধ হননি এই অভিনেত্রী। জানা যায়, সেপ্টেম্বরে ছবিটির শুটিং শুরু হবে।
তিশার নাটকের দর্শকরা তাকে শাকিব খানের বিপরীতে সিনেমায় দেখতে চায়। ফেসবুকের বিভিন্ন গ্রুপেও বিষয়টি নিয়ে লেখালিখি দেখা যায়।
সম্প্রতি একটি অনুষ্ঠানে শাকিবের সঙ্গে সিনেমা করা প্রসঙ্গে প্রশ্ন করলে উত্তরে তানজিন তিশা বলেন, আমার দর্শকরা যেটা চায়, আমিও সেটা চাই। আমি সবসময় অপেক্ষা করেছি খুব ভালো বাজেটের কাজের। চেষ্টা করি, বেছে বেছে কোয়ালিটি সম্পন্ন কাজগুলোর সঙ্গে থাকার।
সিনেমা করা প্রসঙ্গে তিশা বলেন, খুব তাড়াতাড়ি আমাকে সিনেমায় দেখা যাবে। এটা সারপ্রাইজ হিসেবে থাকুক।
তিশা আরও বলেন, আমার দর্শকদের জন্যই আজকে আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে। তাদের জন্যই আমার সবকিছু। সবার কাছে আমি কৃতজ্ঞ সবসময় আমাকে এতো ভালোবাসা ও সাপোর্ট দেয়ার জন্য।









