চট্টগ্রাম থেকে: বিপিএলে চট্টগ্রাম পর্বের প্রথমদিনেই উত্তপ্ত পরিস্থিতি দেখা গেছে। ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ চলাকালীন সাব্বির রহমানের সঙ্গে বিবাদে জড়ান তামিম ইকবাল। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। আগ্রাসী আচরণের জন্য তামিমের সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বিষয়টিকে জটিল কিছু না ভেবে ‘হিট অব দ্য মোমেন্ট’ বলছেন সাব্বির।
শুক্রবার গণমাধ্যমে সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সাব্বির। জানিয়েছেন মাঠের ঘটনা মাঠের মধ্যেই শেষ হয়ে গেছে।
‘মাঠের মধ্যে যে ঘটনাই হোক, এটা মাঠের মধ্যেই শেষ হয়ে যায় আমাদের। তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই। রেসপেক্টেড বড় ভাই এবং লিজেন্ড ক্রিকেটার। এরকম ক্রিকেটার বাংলাদেশে আসবেও না, আমি জানি। ওনার হিট অব দ্য মোমেন্টে এটা হয়ে গেছে। আমি ওটা কিছু মনে করিনি। উনি আমার খুবই ক্লোজ বড় ভাই। ওনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করছি , সম্পর্কটা চিরস্থায়ী থাকবে। ভবিষ্যতেও ভালো যাবে।’
বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল বরিশাল। ইনিংসের নবম ওভারে মেজাজ হারাতে দেখা যায় তামিমকে। ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও ডেভিড মালান তখন ক্রিজে ছিলেন। লঙ্কান স্পিনার চতুরঙ্গা ডি সিলভার একটি ডেলিভারি লংঅফে শট খেলে সিঙ্গেল নেন তামিম। বল ধরে সেটা আবার বোলার বা উইকেটকিপারের কাছে ফেরত না পাঠিয়ে একটু সামনে ফেলে দেন ফিল্ডার সাব্বির।
বিষয়টা ভালোভাবে নেননি তামিম। উত্তেজিত হয়ে পড়েন। ক্রিজে দাঁড়িয়েই সাব্বিরকে কিছু একটা বলতে দেখা যায় তামিমকে। ম্যাচের ভিডিও ফুটেজে দেখা যায়, তামিম বলছেন, ‘বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।’ আরও কিছু বলছিলেন, যা স্পষ্ট শোনা যায়নি। ঘটনার পর সাব্বিরকে তামিমের দিকে এগিয়ে আসতে দেখা যায়। তখন পরিস্থিতি সামাল দেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। সাব্বিরকে থামিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন তিনি। এসময় ফিল্ড আম্পায়ারও তাদের শান্ত রাখায় ভূমিকা পালন করেন।









