ক্রিকেটারদের বেতন প্রসঙ্গে আপত্তিকর মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। যে কারণে তাকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। বৃহম্পতিবার দুপুর একটায় গড়াতে চলা বিপিএল ম্যাচের আগে নাজমুলকে পদত্যাগ করতে হবে। না হয় সব ধরনের বয়কটের ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা।
বুধবার রাতে সাংবাদিকদের সঙে অনলাইন বৈঠকে এই ঘোষণা দেন ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন।
বলেছেন, ‘আপনারা দেখছেন, শেষ কিছুদিন ধরে যা হচ্ছে। একজন বোর্ড পরিচালক, উনি যেভাবে খেলোয়াড়দের নিয়ে মন্তব্য করছেন। একজন দায়িত্বরত বোর্ড পরিচালক কখনোই এইভাবে খেলোয়াড়দের নিয়ে কথা বলতে পারেন না। আমরা দ্রুতই ওনার পদত্যাগ চাচ্ছি। উনি যদি কালকে ম্যাচের আগে, কালকে বিপিএল-এর প্রথম ম্যাচের আগে যদি পদত্যাগ না করেন তাহলে তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।’
এর আগে বিশ্বকাপ না খেললে বোর্ড থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না? এমন প্রশ্নের জবাবে বুধবার বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম বলেন, ‘বিশ্বকাপে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ কেন দিবো? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’
এমন কি খেলোয়াড়দের ক্ষতিপূরণ চাওয়ারও সুযোগ নেই বলে জানিয়েছেন এম নাজমুল। বলেছেন, ‘ এই বিষয়টা (ক্ষতিপূরণ) তুলতেই পারবে না। কারণ, আমরা যে ওদের পিছে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না, আজ পর্যন্ত আমরা একটাও বৈজ্ঞানিক সিদ্ধান্ত আনতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাইলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো নাই, তোমাদের পিছে যা খরচ করছি এটা এবার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। ফেরত দাও।’
পরে বিবৃতিতে নিজেদের অবস্থান পরিস্কার করে বিসিবি। বিবৃতি দেশের এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বিসিবি বলেছে, ‘ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক আচরণ বা বক্তব্য এবং বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’









