চোটের কারণে পাকিস্তান সফরে পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ফিন অ্যালেন এবং অ্যাডাম মিলনে। নিউজিল্যান্ডের অপরিহার্য এই দুই ক্রিকেটারের আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলাটাও এখন অনিশ্চিত।
আগেই পিঠে পিঠে আঘাত পেয়েছিলেন অ্যালেন। অনুশীলনের সময় মিলনে গোড়ালির চোটে পড়েন। ওপেনিং ব্যাটার অ্যালেনের আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে স্ট্রাইক রেট ১৬৩.৬০। দলে তার থাকাটা অবধারিত হলেও তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। ক্যারিয়ারের পুরোটা সময় ইনজুরিপ্রবণ কিউই পেসার মিলনে।
ব্ল্যাক ক্যাপস কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘আমরা ফিন অ্যালেন এবং অ্যাডাম মিলনের ব্যাপারটা অনুভব করছি। সফরের শুরুর কাছাকাছি সময়ে ইনজুরিতে ভুগছে। গত বিশ্বকাপ থেকে তারা টি-টুয়েন্টি ফরম্যাটে আমাদের জন্য শক্তিশালী পারফর্মার। আমাদের সাপোর্টিং স্টাফ এবং মেডিকেল নেটওয়ার্ক আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের চিকিৎসা এবং পরবর্তীতে ক্রিকেটে ফিরে আসার পরিকল্পনা বাস্তবায়নে নিবিড়ভাবে কাজ করবে।’
অ্যালেন ও মিলনের তাদের বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার টম ব্লান্ডেল এবং অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার জাক ফাউলকেস।
টম ব্রুস বিবেচনায় থাকলেও পারিবারিক কারণ এবং কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তির জন্য তিনি পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেন।
স্কোয়াডে থাকা ২১ বর্ষী জাক ফাউলকেস ২০২৩-২৪ মৌসুমে সুপার স্ম্যাশে ক্যান্টারবারির হয়ে বল হাতে ১৬.২৮ গড়ে ১৪ উইকেট নিয়েছিলেন। ব্যাটিংয়ে স্ট্রাইক-রেট ছিল ১৫০।
আগেই পাকিস্তান সফরে কিউইদের নিয়মিত ১২ ক্রিকেটারের না যাওয়ার খবর এসেছিল। আইপিএলে খেলার জন্য টি-টুয়েন্টি সিরিজে নয়জন ক্রিকেটার খেলবেন না। কাউন্টিতে খেলার জন্য নেই উইল ইয়ং। সন্তান জন্মের কারণে ছুটিতে টম ল্যাথাম ফিটনেস ফিরে পেতে স্ট্রেন্থ ও কন্ডিশনিং ক্যাম্পে আছেন টিম সাউদি। অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন।







