মুক্তির আগে থেকেই আলোচনায় ছোট পর্দার সুপারস্টার আফরান নিশো অভিনীত প্রথম ছবি ‘সুড়ঙ্গ’। ঈদের দিন থেকেই ছবিটি প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলছে। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে হাউজফুল যাচ্ছে রায়হান রাফীর এই ছবি!
ছবি সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘সুড়ঙ্গ’ মুক্তির প্রথম তিন দিন স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনে সব শো ছিল হাউজফুল! ঈদের দিন স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা মিলিয়ে মাত্র ৯টি শো পায় ‘সুড়ঙ্গ’। সেই সংখ্যা তৃতীয় দিনে বেড়ে দাঁড়ায় ৩৩টি শো!
সিঙ্গেল স্ক্রিনের সিনেমাহলেও একই চিত্র। ঈদের দিন তো বটেই, এরপর আরো দুই দিন সিঙ্গেল স্ক্রিনে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’র প্রতিটি শো হাউজফুল ছিলো।
শনিবার সন্ধ্যায় রাজধানীর শ্যামলী সিনেমা হলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ‘সুড়ঙ্গ’র রাত ৮টার শো দেখতে অপেক্ষায় আছেন বহু মানুষ। এসময় কথা হয় হলটির কর্মকর্তা আহসানউল্লাহর সাথে। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, শ্যামলীতে ঈদের দিন থেকেই ‘সুড়ঙ্গ’র প্রতিটি শো হাউজফুল যাচ্ছে। শনিবার দিনভর বৃষ্টিতেও সবগুলো শো ছিলো হাউজফুল।
তিনি জানান, লোকজন শনিবারের সুড়ঙ্গ’র টিকেট না পেয়ে ফিরে গেছেন। অনেকে রবিবারের অগ্রিম টিকেট কিনে নিয়েছেন।
ঢাকার লায়ন সিনেমাসে শনিবার (১ জুলাই) ‘সুড়ঙ্গ’র নতুন ৪টি শো যুক্ত হয়েছে। এখন প্রতিদিন ৮টি করে শো চলছে এখানে।
দর্শক চাহিদা থাকায় সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব রাত ১টায় ‘বিশেষ ভিআইপি শো’ নামে শনিবার থেকে রাতজাগা প্রদর্শনী শুরু করেছে।
টাঙ্গাইলের ভূঞাপুরে আফরান নিশোর জন্মভূমিতে কোনো সিনেমাহল না থাকায় স্বাধীনতা কমপ্লেক্সকে বানানো হয়েছে অস্থায়ী সিনেমাহল! এতে প্রতিদিন ৪টি করে শো হাউজফুল গেছে। দূর-দূরান্ত থেকে আসা অনেকেই টিকিট না পেয়ে ফেরত যাচ্ছেন। শো বাড়িয়ে দেওয়ার দাবি উঠেছে। এমনটাই জানানো হয়েছে সুড়ঙ্গ’র প্রযোজনা সংস্থা থেকে।







