স্মৃতি কখনো কখনো ছবি হয়ে ফিরে আসে— হৃদয়ে বাজিয়ে যায় এক অদ্ভুত ব্যথা। ঠিক তেমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে!
চিত্রনায়ক জসীমের ছোট ছেলে এ কে রাহুল নিজের ফেসবুক প্রোফাইল বদলেছেন, সেখানে রেখেছেন একটি সাদামাটা কিন্তু মর্মস্পর্শী ছবি!
ছবিটিতে দেখা যাচ্ছে প্রয়াত নায়ক জসীম দাঁড়িয়ে আছেন, কোলে হাফ প্যান্ট পরা ছোট্ট একটি ছেলে! বছর তিনেক বয়সী সেই শিশুটি আর কেউ নয়— সদ্য বিদায় নেওয়া রাতুল!
ছবির ক্যাপশনে রাহুল লিখেছেন মাত্র দুটি শব্দ “একসাথে থাকো”!
কোনো শব্দ নেই, নেই কাঁদার আবেদন, নেই দীর্ঘ বর্ণনা। তবু এই দুটি শব্দ যেন এক বিশাল শূন্যতাকে ছুঁয়ে যাচ্ছে! যেন বাবার কবরের পাশে শুয়ে যাওয়া সহোদর ভাইকে উদ্দেশ করে এক অনন্ত কামনা, যেন তারা আবারও একসঙ্গে থাকেন, যেভাবে ছিলেন শৈশবে!
রাহুলের এই ছবিটির মন্তব্য ঘরে বহু মানুষ স্বান্তনা দিচ্ছেন। সংগীতের চেনা মানুষরা এসেও ভাই হারানোর শোক কাটিয়ে উঠার প্রার্থনা জানাচ্ছেন। বহু মানুষকে রাহুলের এই ছবিটি নিজেদের ফেসবুক পাতায় শেয়ার করতেও দেখা যাচ্ছে!
চিত্রনায়ক জসীমের তিন ছেলে— সামী, রাতুল, রাহুল। বাবার মতো অভিনয়জগৎ নয়, তারা তিনজনই বেছে নিয়েছেন সুরের পথ। শৈশবে বাবাকে হারানো তিন ভাই একে অন্যের হাত ধরে বড় হয়েছেন, গড়ে তুলেছেন নিজেদের সংগীতজগত।
রাতুল ও সামী মিলে গড়ে তোলেন ব্যান্ড ‘ওউন্ড’। যেটি শুধুমাত্র একটি ব্যান্ড নয়, বরং তাদের স্মৃতি, সংগ্রাম ও আত্মার বহিঃপ্রকাশ। সেই ব্যান্ডের ড্রামার বড় ভাই সামী, এবং দলটির মূল ভোকালিস্ট, বেজিস্ট ছিলেন রাতুল। এছাড়াও তিনি ছিলেন সময়ের দক্ষ এক শব্দ প্রকৌশলী। অন্যদিকে রাহুল কাজ করছেন একজন ফ্রিল্যান্স মিউজিশিয়ান হিসেবে।
রবিবার (২৭ জুলাই) হৃদরোগে আক্রান্ত হয়ে অকালেই চলে যান রাতুল। সোমবার সকালে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয় বাবার কবরের পাশেই।









