অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে প্রথম ম্যাচের ভঙ্গুর ওয়েস্ট ইন্ডিজকেই দেখা গেছে। সফরকারীরা ৫০ রান তুলতে হারিয়েছে টপঅর্ডারের পাঁচ ব্যাটারকে। সুযোগ কাজে লাগিয়ে ক্যারিয়ারে ৩৫০ উইকেটের এলিট ক্লাবে ঢুকেছেন ৩৩ বর্ষী বাঁহাতি পেসার মিচেল স্টার্ক।
২১.৪ ওভারে অলিক আথানজেকে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে ক্যাচ বানিয়ে ক্যারিয়ারের ৩৫০তম উইকেটের দেখা পান স্টার্ক। এর মাধ্যমে টেস্টে সাড়ে তিনশ উইকেট পাওয়া পঞ্চম অজি বোলার হলেন স্টার্ক।
এর আগে ৩৫০ বা তার বেশি উইকেট নিয়েছেন চার অজি বোলার। তারা- প্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন, সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা, সাবেক পেসার ডেনিস লিলি এবং খেলা চালিয়ে যাওয়া অফস্পিনার নাথান লায়ন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১১০ রান। ২২ রানে কাভেম হজ, ২৬ রানে জসুয়া ডি সিলভা অপরাজিত আছেন।








