শ্রীলঙ্কায় এসে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের পাত্তা দেয়নি অস্ট্রেলিয়া। বড় ব্যবধানে দুই ম্যাচে জিতে সিরিজ জেতার পর নেমেছিল ওয়ানডেতে। সেখানেও দারুণ শুরু করে শেষে কাটা পড়েছে নিজেরাই। স্বল্প সংগ্রহ নিয়েও প্রথম ম্যাচে জিতেছে চারিথ আসালাঙ্কার দল।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আসালাঙ্কা। ৪৬ ওভারে ২১৪ রান তুলতে সব উইকেট হারায় স্বাগতিকরা। জবাবে ১৬৫ রানে থামে অজিদের ইনিংস, ৪৯ রানের জয় পায় শ্রীলঙ্কা।
সতীর্থদের আসা-যাওয়ার মাঝে আসালাঙ্কা ক্রিজে আটকে ছিলেন সুপার গ্লুর মতো, মাটি কামড়ানো এক সেঞ্চুরিতে ১২৭ রান করে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন, সঙ্গে ৫ রানে এক উইকেটের অবদানও রয়েছে।
অজি বোলারদের সামনে দাঁড়াতে পারেনি অন্যকোনো ব্যাটারই, সাত ব্যাটার আউট হয়েছেন দুঅঙ্ক ছোঁয়ার আগে। মাঝে স্পিনার দুনিথ ওয়াল্লেলাগের ৩০ রানের ইনিংসে ৪৬ ওভার পর্যন্ত যায় ব্যাটিং। শন অ্যাবোটের ৩ উইকেটের পর স্পেন্সার জনসন, অ্যারন হার্ডি ও নাথান এলিস নেন ২টি করে উইকেট।
২১৫ রানে লক্ষ্যে ব্যাটে নেমে অস্ট্রেলিয়া স্পিনে ধুঁকেছে। দলটির রান গিয়ে থেমেছে ১৬৫ রানে এবং শ্রীলঙ্কা ৪৯ রানের জয় তুলে সিরিজে ১-০তে এগিয়ে গেছে। অজিদের সর্বোচ্চ ৪১ রান করেন অ্যালেক্স ক্যারি, ৩২ রান আসে অ্যারন হার্ডির থেকে। মাহেশ থিকসানা নেন ৪ উইকেট, ২টি করে উইকেট নেন আসিথা ফের্নান্দো ও দুনিথ ওয়াল্লেলাগে।









