গত মৌসুমে টটেনহ্যাম হটস্পারের হয়ে ইউরোপা লিগ শিরোপা জিতেছেন সন হিউং মিন। ৩২ বর্ষী তারকা ইউরোপ ছাড়ার জন্য প্রস্তুত। আলোচনায় আছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে নাম লেখাতে পারেন তিনি। তবে এই মৌসুমেই নয়, সাউথ কোরিয়ান তারকা আরেকটি মৌসুম কাটাবেন টটেনহ্যামে। ২০২৫-২০২৬ সিজন শেষে পাড়ি জমাতে পারেন যুক্তরাষ্ট্রে।
স্পার অধিনায়ক সনকে দলে টানতে নজরে রেখেছে লস অ্যাঞ্জেলেস এফসি। ২০২৬-এর জানুয়ারিতে টটেনহ্যামের সাথে চুক্তির মেয়াদ শেষের আগেই লস অ্যাঞ্জেলের সাথে একটা সিদ্ধান্তে পৌঁছাতে চান সন, এং যুক্তরাষ্ট্রেই ক্লাব ফুটবলের ইতি টানার ইচ্ছে কোরিয়ান উইঙ্গারের।
ইতিমধ্যে হটস্পারের নতুন কোচ থমাস ফ্রাঙ্কের সাথে যোগাযোগ করেছেন সন। লস অ্যাঞ্জেলেস এফসির ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড অলিভিয়ের জিরুদ দল ছাড়বেন। তার জায়গা পূরণে সনের দিকে চোখ ক্লাবটির।
সন টটেনহ্যামের হয়ে নর্থ লন্ডনে কাটিয়ে দিয়েছেন একদশক। প্রিমিয়ার লিগ না জিতলেও শেষ সময়ে ইউরোপা লিগ জয়ের স্বাদ পেয়েছেন। স্পারদের হয়ে ৪৫৪ ম্যাচে করেছেন ১৭৩ গোল ও ১০১ অ্যাসিস্ট।
২০২৪-২০২৫ মৌসুমে দলটির চালিকাশক্তি ছিলেন সন। গত মৌসুমে ১১ গোল ও ১২ অ্যাসিস্ট করেছেন। সাউথ কোরিয়ার হয়ে পনেরো বছরের ক্যারিয়ারে সন করেছেন ১৩৪ ম্যাচে ৫১ গোল।









