প্যারিস অলিম্পিকের ১৫তম দিনে এসে দ্বিতীয় সোনার দেখা পেয়েছে স্লোভেনিয়া। স্পোর্ট ক্লাইম্বিংয়ে মেয়েদের বোল্ডার অ্যান্ড লিডে সোনা জিতেছে দেশটি।
স্লোভেনিয়া দ্বিতীয় স্বর্ণের স্বাদ দিয়েছেন জানজা গার্নব্রেট। প্যারিসে দেশটির তৃতীয় পদক এটি। স্বর্ণ জয়ের পথে মোট ১৬৮.৫ পয়েন্ট গড়েছেন গার্নব্রেট।
রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্রের ব্রুক রাবোতু। ১৫৬.০ পয়েন্ট পেয়েছেন তিনি। ১৪৭.৪ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন অস্ট্রিয়ার জেসিকা পিলজ।









