যুবক থেকে বৃদ্ধ- সব বয়সী শতাধিক রিকশাচালক এসেছিলেন কেরানীগঞ্জের লায়নস সিনেমা হলে। মঙ্গলবার বিকেলে তারা আসেন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশা গার্ল’ সিনেমাটি দেখতে।
সিনেমা দেখার পর হলে হইচই ফেলে দেন তারা। এই প্রথম রিকশাচালকদের জীবনের ছায়া অবলম্বনে নির্মিত হওয়া সিনেমা দেখে কেউ কেউ আবেগে ভাসেন! রিকশাচালকদের নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নেয় বঙ্গ। আগত দর্শকরা এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
তারা বলেন, কখনও ভাবেননি তাদের শ্রম কষ্টগুলো এভাবে সিনেমার পর্দায় উঠে আসবে। এর ফলে তাদের প্রতি সাধারণ মানুষের সহমর্মিতা তৈরি হবে।
সিনেমা হলে মুক্তির পর ১২ ফেব্রুয়ারি থেকে ‘রিকশা গার্ল’ চলবে বঙ্গ অ্যাপে। ৪৯ টাকার বিনিময়ে ছবিটি উপভোগ করতে পারবেন দর্শকরা।
‘রিকশা গার্ল’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা। যিনি পারিবারিক টানাপোড়েনের জেরে শহরে এসে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। নভেরা নিজেও উপস্থিত থেকে বলেন,“যাদের গল্প আমি পোট্রে করেছি, আজ তাদের মধ্যে কিছু মানুষ একত্র হয়ে দেখলেন। মনে হচ্ছে আজ আমার পরিশ্রম সার্থক হলো।”

“সিনেমা হলে যখন তারা ছবিটা দেখছিল অনেককিছু রিলেট করতে পারছিল। যেটা সাধারণ অনেক দর্শক বোঝেনি। এই মুহূর্তটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। মনে হলো আমি নিজের মানুষদের নিয়ে ছবিটা দেখলাম।”
এদিকে, বঙ্গ কর্তৃপক্ষ জানায়, যাদের নিরলস পরিশ্রম ও দৃঢ়তা এই সিনেমাটি নির্মাণে সাহস যুগিয়েছে ওটিটিতে মুক্তির আগে তাদের কাছে গল্পটি পৌঁছে দিতে বিশেষ স্ক্রিনিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে।
‘রিকশা গার্ল’ এর বিশেষ স্ক্রিনিংয়ে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বঙ্গে চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান, কনটেন্ট হেড আলী হায়দারসহ অনেকে।









