ভারতে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে পাহাড় গড়ে থেমেছে সাউথ আফ্রিকা। প্রায় দুদিন ব্যাটিং করে পাঁচশর কাছে সংগ্রহ গড়েছে সফরকারী দলটি। শেষদিকে নেমে কোন উইকেট না হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা, এখনও পিছিয়ে আছে ৪৮০ রানে।
গৌহাটিতে শনিবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টেম্বা বাভুমা। দুদিনে ১৫১.১ ওভার খেলে সব উইকেট হারিয়ে ৪৮৯ রান তুলেছে সাউথ আফ্রিকা। শেষবেলায় ৬.১ ওভার খেলে বিনা উইকেটে ৯ রান তুলেছে ভারত।
যশ্বী জয়সওয়াল ৭ ও লোকেশ রাহুল ২ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
ইডেন গার্ডেনসে প্রথম টেস্টে জিতে সিরিজে এগিয়ে আছে প্রোটিয়ারা। দ্বিতীয়টিতে নেমে প্রথমদিনে ৮১.৫ ওভারে ৬ উইকেটে ২৪৭ রান তোলে। দ্বিতীয় দিনে আরও ২৪২ রান যোগ করে দলটি। মার্কো জানসেনের ৭ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও সেনুরান মুত্তুস্বামী পেয়েছেন প্রথম শতকের দেখা।
রোববার সপ্তম উইকেটে কাইলি ভেরেইন্নের সঙ্গে ৮৮ রানের জুটি গড়েন সেনুরান। দল যখন ৩৩৪ রানে, জুটি ভাঙে, ভেরেইন্নে আউট হন ৪৫ করে। জাদেজার বলে স্টাম্পড করেন পান্ট।
অষ্টম উইকেটে সেনুরান ও জানসেন গড়েন ৯৭ রানের আরেকটি কার্যকরী জুটি। ২০৬ বলে ১০৯ রানে মাঠ ছাড়েন সেনুরান। সিরাজের বলে জয়সওয়ালের ক্যাচ হন। ১০ চার ও ২ ছয়ে সাজানো ইনিংস তার।
জানসেন ইনিংস আরও টেনে নেন। খেলেন ৬ চার ও ৭ ছক্কায় খেলেন ৯১ বলে ৯৩ রানের ইনিংস। কুলদীপের বলে ব্যাটের কানায় লেগে বোল্ড হন শেষ ব্যাটার হিসেবে।
প্রথমদিনে মার্করাম ৩৮, রিকেলটন ৩৫, ত্রিস্তান ৪৯, অধিনায়ক বাভুমা ৪১, জর্জি ২৮ রান করেন।
ভারতের হয়ে কুলদীপ যাদব নেন সর্বোচ্চ ৪ উইকেট। রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রীত বুমরাহ নেন ২টি করে উইকেট।









