অস্বাভাবিক মৃত্যু হয়েছে নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের। শনিবার রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে এক সময়ের তুমুল জনপ্রিয় এই শিল্পীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শিল্পী মনি কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ২ থেকে ৩ দিন আগে তার মৃত্যু হয়েছে। রামপুরার বিটিভি ভবনের পেছনের বাসা থেকে রামপুরা থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
ঘটনাস্থলে দায়িত্বে থাকা রামপুরা থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা সংগীত শিল্পীর বাসার দরজা ভেঙ্গে প্রবেশ করেছি। মৃত দেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে দুই থেকে তিনদিন আগে তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, এখন মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হবে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
‘কী ছিলে আমার বলো না তুমি’, ‘আমি মরে গেলে’, ‘ফুল ঝরে তারা ঝরে’, ‘মুখে বলো ভালোবাসি’, ও ‘আমি ঘরের খোঁজে’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন মনি কিশোর।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2024/10/moni-kishore24-750x536.jpg)








