চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের একটি অভ্যন্তরীণ নির্দেশনা ফাঁসের ঘটনায় পুলিশ কনস্টেবল অমি দাশকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৮ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃত অমি দাশ পুলিশের টেলিকম ইউনিটের সদস্য ছিলেন এবং প্রেষণে সিএমপির খুলশী থানায় কর্মরত রয়েছেন। তার পৈতৃক নিবাস চট্টগ্রামের পটিয়া উপজেলায়। তার পিতার নাম রাজিব দাশ।
উল্লেখ্য, গত ১২ আগস্ট ওয়াকিটকি বার্তার মাধ্যমে সিএমপি কমিশনার হাসিব আজিজ সকল পুলিশ সদস্যকে অস্ত্রধারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেন। এ নির্দেশ দেওয়া হয় আওয়ামী লীগের একদল নেতাকর্মীর হাতে বন্দর থানার এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হওয়ার পর। কমিশনারের এই গোপন বার্তা একজন কর্মকর্তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
এ ঘটনায় চট্টগ্রাম পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়। গোপন নির্দেশনা ফাঁস হওয়ায় শীর্ষ কর্মকর্তারা ব্যাপক তদন্ত শুরু করেন। তদন্তে অমি দাশকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।









