জাপানের টোকিওতে হত্যাকাণ্ডের শিকার সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’র শেষকৃত্য চলছে।
টোকিও’র জোজোজি মন্দিরে বৌদ্ধ রীতি মেনে অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালিত হচ্ছে। শেষকৃত্যে কেবল স্বজন ও বন্ধুদের জন্য প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়েছে। তবে হাজারও জাপানী নাগরিক মন্দিরের বাইরে শিনজো আবে’র প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন।
শেষকৃত্যের পর একটি শবযাত্রা বের করা হবে। শবযাত্রাটি পার্লামেন্ট ভবনসহ টোকিও শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করবে। এর আগে, সোমবার মোমবাতি প্রজ্জ্বলন করে শিনজো আবেকে স্মরণ করে পুরো জাপান।

শুক্রবার নারা শহরে জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনের প্রচার চালানো সময় আততায়ীর গুলিতে নিহত হন শিনজো আবে। রোববার উচ্চকক্ষের সেই নির্বাচনে বিপুল বিজয় পেয়েছে আবে’র দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি।







