ছোটপর্দায় আগে থেকেই জনপ্রিয়, বড়পর্দাতে ‘ছুঁয়ে দিলে মন’ বানিয়ে নিজের জাত চিনিয়েছেন। হাল সময়ের ওটিটি প্লাটফর্মেও তিনি বেশ দক্ষ। শুরুর দিকে বাংলায় সবচেয়ে জনপ্রিয় ওটিটি কন্টেন্ট ‘আগস্ট ১৪’ দিয়ে বাজিমাত করেছিলেন তিনি। পরে ‘সিন্ডিকেট’ এবং ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ তো সময়ে ক্রেজ!
বলছি নির্মাতা শিহাব শাহীনের কথা। এবারে ঈদে যিনি আছেন সব মাধ্যমে। নাটক, ওয়েব সিরিজ এবং বড়পর্দায় সিনেমা- সবখানেই ছাপ রাখতে যাচ্ছেন এই নির্মাতা।
‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার প্রায় ১০ বছর পর দ্বিতীয় সিনেমা ‘দাগি’ নিয়ে বড় পর্দায় ফিরছেন শিহাব শাহীন। সেদিক থেকে এবারের ঈদটা তার জন্য একটু অন্যরকমই।
এই উৎসবে মুক্তি পাচ্ছে তার নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ওয়েব সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ এর দ্বিতীয় সিজন এবং বড় পর্দায় ‘দাগি’!
কোনো চাপ অনুভব না করলেও বিষয়টি বেশ উপভোগ করছেন বলে জানান শিহাব শাহীন। তার মতে, দর্শকের সঙ্গে এঙ্গেইজ করতে পারলেই আমি খুশি, এটা আমার সব কন্টেন্টের ক্ষেত্রেই। গল্পে দর্শকদেরকে এঙ্গেইজ করতে পারাটাই আমার মূল চ্যালেঞ্জ।
একইসঙ্গে এতগুলো কাজ আসায় কোনো কনটেন্টের কারণে অন্যটির উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে বলে মনে করেন কী, এমন প্রশ্নে শিহাব শাহীন বলেন, “আমার কাছে তা মনে হয় না। ইউটিউব কিংবা ওটিটিতে কাজ দেখবে বলে যে সিনেমা হলে যাওয়া যাবে না, বিষয়টা তো এমন না।”
তিনি বলেন,“আমার সিনেমাটা একদম পরিবার নিয়ে দেখার মতো, পরিবার কেন্দ্রিক গল্প পাশাপাশি বিনোদনমূলক। দর্শক সিনেমা হলে যে বিনোদন পাওয়ার জন্য যায়, এটা একদমই তেমন সিনেমা। আর ওটিটির জন্য ওটিটির মতো করেই কনটেন্ট বানিয়েছি, যেটা নিয়ে দর্শকদের অনেক আগ্রহ ছিল। যেহেতু এটা ‘সিন্ডিকেট’ ইউনিভার্সের অংশ, দর্শকদের বাড়তি আগ্রহ রয়েছে।”









