শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র গ্রাফিক ডিজাইন ও মাল্টিমিডিয়া বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থীদের অংশগ্রহণে টিভি অনুষ্ঠান প্রযোজনা কৌশল বিষয়ে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উত্তরা দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসে ‘টেলিভিশন প্রোডাকশন অ্যান্ড কমিউনিকেশন’ শীর্ষক কোর্সের অংশ হিসেবে এই ব্যবহারিক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন গ্রাফিক ডিজাইন ও মাল্টিমিডিয়া বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমান গণমাধ্যম ও কনটেন্ট ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জনের বিকল্প নেই।
কর্মশালায় পেশাগত অভিজ্ঞতা বিনিময় করেন জনপ্রিয় টিভি অনুষ্ঠান নির্মাতা ও চ্যানেল আইয়ের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (প্রযোজক) অনন্যা রুমা। তিনি টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও পেশাগত প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।
এছাড়া গ্রাফিক ডিজাইন, চলচ্চিত্র, কনটেন্ট মেকিং, গণমাধ্যম ও মাল্টিমিডিয়া বিষয়ে একাডেমিক শিক্ষা ও পেশাগত ক্ষেত্রের বাজারচাহিদা নিয়ে আলোকপাত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ খোরশেদ আলম।
গণমাধ্যম গবেষক, অধ্যাপক ও গণযোগাযোগ পরামর্শক ড. ইসলাম শফিক কর্মশালার মূখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তার তত্ত্বাবধানে শিক্ষার্থীদের জন্য টিভি প্রযোজনার হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
প্রযোজনাভিত্তিক এই কর্মশালায় শিক্ষার্থীরা ইনডোর ও আউটডোর—দুই পরিবেশে মোট দুটি টিভি প্রযোজনার শুটিং সম্পন্ন করে। প্রশিক্ষণে সেট নির্মাণ, লাইটিং, শব্দগ্রহণ, মাইক্রোফোন ব্যবহার, মাল্টিক্যামেরায় অনলাইন শুটিং কৌশল, অনলাইন ভিডিও এডিটিং, টকব্যাক ব্যবস্থাপনা, ক্যামেরা মুভমেন্ট, লাইভ সম্প্রচার ও লাইভ অনুরূপ রেকর্ডিং কৌশলসহ টেলিভিশন প্রোডাকশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।
কর্মশালা শেষে সফলভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। আয়োজকদের মতে, এই কর্মশালার মাধ্যমে অর্জিত বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে সৃজনশীল, দক্ষ ও প্রতিযোগিতামূলক গণমাধ্যমকর্মী হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









