পাকিস্তানের পর ভারতেও টেস্ট সিরিজে খেলবেন সাকিব আল হাসান। দলের সবাই মাঝে দেশের মাটিতে অনুশীলনে ব্যস্ত থাকলেও সাকিব ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়েছিলেন। বলে ভালোও করেছেন সেখানে। সাকিব যেখানেই থাকুক, তার পারফরম্যান্স দলের জন্য গুরুত্বপূর্ণ, বলছেন চন্ডিকা হাথুরুসিংহে। সাকিবের অবসরের পর অফস্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ভূমিকা ও জায়গাটা নিতে পারবেন, মনে করেন বাংলাদেশের কোচ।
হাথুরুসিংহে দলে সাকিবের উপস্থিতি মূল্যায়ন করেছেন এভাবে, ‘সাকিব এখন ভালো অবস্থায় আছে। সুতরাং অভিজ্ঞতার বাইরেও দলের জন্য ভালো কিছু করতে পারবে সে।’
‘যখনই সে দলের সাথে থাকতে পারে, বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ভূমিকা পালন করতে দেখা যায়। আমরা যেভাবে চাই সে দলের সমতা আনতে সেভাবে সুযোগ দেয়। যদি আমরা একজন অতিরিক্ত বোলার ও ব্যাটার কাজে লাগাতে চাই, তার অলরাউন্ডিং পারফর্ম আমাদের সাহায্য করে। দলের সাথে খাপ খাইয়ে নেয়ার পাশাপাশি অভিজ্ঞতাও কাজে লাগায়।’
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা মেহেদী হাসান মিরাজকে নিয়ে হাথুরু বলেছেন, ‘গত পাঁচ-ছয় বছরে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি উন্নতি করা খেলোয়াড় হল মেহেদী মিরাজ। সাকিব যখন দলের বাইরে চলে যাবে, তার জায়গা নেয়ার জন্য প্রস্তুত আছে মিরাজ।’
‘সে তার ব্যাটিংয়ের উন্নতি করেছে এবং অবশ্যই তার বোলিং সেরা অস্ত্র। সে হল আগুনের মতো ফিল্ডার।’ মিরাজকে নিয়ে হাথুরুর প্রশংসা।









