কানপুরেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন সাকিব আল হাসান, প্রশ্ন থেকে যাচ্ছে এমনটাই। মিরপুরে আসন্ন সাউথ আফ্রিকা সিরিজে সাদা পোশাকের ক্যারিয়ারে ইতি টানতে চেয়েছিলেন। তবে টাইগার অলরাউন্ডারের সেই আশা পূর্ণ হওয়া এখন জটিলই বটে। যদিও বা, মিরপুরে খেলার সুযোগ মেলে তবে বিদেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট এটি। আর তাইতো বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারকে ‘ট্রিবিউট’ জানালেন ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি।
কানপুর টেস্টের প্রায় আড়াই দিন বৃষ্টিতে ভেস্তে গেলেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের ভরাডুবিতে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে টিম টাইগার্স। ম্যাচ শেষে সাকিবকে নিজের অটোগ্রাফ সংবলিত একটি ব্যাট উপহার দিয়েছেন কোহলি।
কানপুর টেস্টের আগে টি-টুয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। নিরাপত্তার নিশ্চয়তার শর্ত দিয়ে প্রোটিয়াদের বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলতে চেয়েছেন। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সেই ইচ্ছে পূর্ণ হওয়ার সম্ভাবনা ঝুলে গেছে।
গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে পতিত আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি হত্যা মামলায় সাকিবকে আসামী করা হয়েছে। বিষয়টি মাথায় রেখে তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলাকালীন নিরাপত্তা এবং ম্যাচ শেষে দেশের বাইরে ফেরার নিশ্চয়তা চেয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ তখন বিষয়টি নিজেদের এখতিয়ারে নেই বলেছেন। সরকার বিষয়টি দেখবে বলে জানিয়েছেন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার নিরাপত্তা নিশ্চিতের জন্য শর্ত জুড়ে দেন। সাকিবকে রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান।









