সবশেষ ২০১৯ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সাকিব আল হাসান। পরে চার বছর দশ মাসে আর কোনো সেঞ্চুরি পাননি বিশ্বসেরা অলরাউন্ডার। মাঝে কয়েকবার সেঞ্চুরির খুব কাছে গেলেও নামের পাশে হাফ-সেঞ্চুরি নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ছন্দে ফিরে ৭৩ বলে ঝড়ো সেঞ্চুরি করে খরা কাটিয়েছেন ৩৭ বর্ষী টাইগার তারকা।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শুক্রবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সেঞ্চুরি করেছেন সাকিব। বিকেএসপিতে ৭৯ বলে ১০৭ রান আসে তার ব্যাট থেকে। ইনিংসে ৯টি চারের সঙ্গে ছক্কা মারেন ৭টি। সবমিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দশম ও স্বীকৃত ক্রিকেটে ১৮তম সেঞ্চুরি পেলেন সাকিব।
শুক্রবার অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব। আব্দুল গাফফার সাকলাইনের বলে শেখ পারভেজ জীবনের হাতে ক্যাচ দিয়েছেন। সাজঘরে ফেরার আগে ১০৭ রান পর্যন্ত গেছেন।
সাকিবের সেঞ্চুরির দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮০ তুলেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জবাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে ৪ উইকেটে ১০৭ রান তুলেছে সাকিবদের প্রতিপক্ষ গাজী গ্রুপ।









