একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন উৎসর্গ করা রফিক-বরকতদের স্মরণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
আজ (২০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ধোয়া-মোছার কার্যক্রমের পাশাপাশি শহীদ মিনার প্রাঙ্গনে চলছে আঁকাআকি।
রাত হলেই শহরের জনস্রোত ছুটবে বাঙালির শোক আর গৌরবের প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধার মিছিল ফুল ছুঁয়ে স্মরণ করবে মায়ের ভাষার মর্যাদা রক্ষার বীর শহীদদের।
একুশে ফেব্রুুয়ারিকে সামনে রেখে নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে শহীদ মিনার এলাকা। শহীদ মিনার প্রাঙ্গণে বন্ধ করা হয়েছে সাধারণ মানুষের প্রবেশ।
শেষ মুহুর্তে চলছে রংতুলির আঁচড়ে শহীদ মিনারকে রাঙিয়ে তোলার তোড়জোড়। ব্যস্ত সময় পার করছেন পরিচ্ছন্নতা কর্মীরাও।
একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বসাধারণকে কিছু রুট অনুসরণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
রুটগুলো হলো-পলাশী ক্রসিং-ভাস্কর্য ক্রসিং-জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ এবং শ্রদ্ধা নিবেদন শেষে রোমনা ক্রসিং-দোয়েল চত্বর হয়ে প্রস্থান।
শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, চানখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং এবং বকশীবাজার ক্রসিং এ ডাইভারশন থাকবে।









