হিট স্ট্রোক করে আহমেদাবাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ! এমন খবরে বুধবার দুপুর থেকেই উদ্বিগ্ন ছিলেন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অগনিত শাহরুখ ভক্ত। তবে এবার একটু সুস্থ হতেই মুম্বাই ফিরলেন শাহরুখ।
বৃহস্পতিবার (২৩ মে) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শাহরুখ। পরবর্তীতে এদিনই আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা হন বাদশা। ঠিক তখনই পাপারাজ্জিদের ক্যামেরায় লেন্সবন্দি হন তিনি।
তবে ভক্তরা তাকে এক ঝলক দেখার জন্য যতই অপেক্ষা করে বসে থাকুক না কেন, বাদশার দেখা পেতে এখন যে বেশ ধৈর্য ধরতে হবে সেটা তিনি বুঝিয়ে দিলেন। এদিন ছাতা দিয়ে মুখ ঢেকে তবেই হাসপাতাল থেকে বের হন শাহরুখ। তবে সেটি কি রোদ না লাগানোর জন্য নাকি ভক্তদের নজর এড়াতে সেটি স্পষ্ট নয়।
আহমেদাবাদে আইপিএলে নিজের দলের খেলা দেখতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। ভয়ঙ্কর গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। হিট স্ট্রোক হওয়ায় তাকে বুধবার (২২ মে) দুপুরবেলা তড়িঘড়ি আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাপমাত্রা ছিল প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস।- টাইমস নাউ









