দেশের শীর্ষ ব্যান্ড মাইলস এর জনপ্রিয় তারকা শাফিন আহমেদ আর নেই। বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, একটি কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান শাফিন। শোয়ের আগে অসুস্থ হয়ে যান তিনি। পরে ভার্জিনিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো তার।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। শাফিন আহমেদ স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।









