Advertisements
শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে , নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। আরও বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস থাকায় দেশটির সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। গত রবিবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণে দেশটির অনেক রাস্তাঘাট এখনও পানির নিচে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, সীমাহীন দুর্ভোগে লাখ লাখ মানুষ। বাড়তি সতর্কতা হিসেবে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বহু এলাকায়।








