বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাজ্য সরকার। কূটনৈতিক স্থাপনাটিকে ঘিরে সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার ২৩ ডিসেম্বর স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাই কমিশন ও উপ-দূতাবাসের সামনে এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের সামনে টানা বিক্ষোভ চলার পরিপ্রেক্ষিতেই আগরতলায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, মঙ্গলবার থেকে বাংলাদেশ সহকারী হাই কমিশনের দফতরের সামনে ত্রিপুরা স্টেট রাইফেলস ও রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমার সংবাদমাধ্যমকে বলেন, আমাদের সীমান্তের ঠিক অপর পাশেই বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, তার দিকে নজর রেখে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সহকারী হাই কমিশনের দফতরের মতো স্পর্শকাতর স্থাপনাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। গোয়েন্দা বিভাগ পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। একই সঙ্গে সীমান্তে বিএসএফও কড়া নজরদারি চালাচ্ছে। আমরা আশা করি, সাধারণ মানুষ শান্তি ও শৃঙ্খলা বজায় রাখবেন।
ত্রিপুরা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।









