খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ায় ১৪৪ ধারা জারি করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। এর আগে একই ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা ছড়ালে রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি করা হয়।
আজ ২০ সেপ্টেম্বর শুক্রবার খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদর পৌরসভা এলাকায় দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়।
উল্লেখ, মোটরসাইকেল চুরির অভিযোগে মামুন নামে একজনকে পিটিয়ে হত্যার জেরে বুধবার থেকে খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে দীঘিনালায় সাধারন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে একদল দুবৃত্ত হামলা চালালে পরিস্থিতি সাম্প্রায়িক সসিংতায় রূপ নেয়। পাহাড়ি-বাঙালির মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে দীঘিনালা লারমা স্কয়ারে অর্ধশতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নেয় পাহাড়িরা। রাতে পানছড়িতে সেনাবাহিনীর গাড়ি ও ফায়ার সার্ভিসের হামলার ঘটনা ঘটে। জেলা সদরের নারায়নখাইয়া ও স্বনির্ভর বাজার এলাকায় সড়ক অবরোধ করে পাহাড়িরা। এসময় ব্যাপক গুলির শব্দ শোনা যায়।
যার প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকাল থেকে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। সহিংসতায় খাগড়াছড়ি সদরে দুইজন ও দীঘিনালায় একজন নিহত ও অপর ১৩ জন আহত হয়।









