মা হতে চলেছেন ‘কুণ্ডলী ভাগ্য’ খ্যাত ভারতীয় অভিনেত্রী সানা সৈয়দ। গর্ভাবস্থার কারণে ২০২৪ সালের মে মাসে শো-টি ছেড়ে দিয়েছিলেন। শিগগিরই সন্তান আসতে চলেছে তার কোলজুড়ে।
বিয়ের তিন বছর পর মা হতে যাওয়া সানা তার বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। সঙ্গে দেখা গেছে তার স্বামী ইমাদ শামসিকেও।
ছবিগুলো দেখে ভক্তরা জানাচ্ছেন শুভ কামনা। বেবি বাম্প নিয়ে করা সানার ফটোশুটের বেশকিছু ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। সলো ছবি ছাড়াও স্বামীর সাথে বিভিন্ন পোজে দেখা গেছে তাকে।
সানাকে একটি ছবিতে তার স্বামীকে চুমু খেতেও দেখা যাচ্ছে। ইমাদকেও বেবি বাম্পে আদর করতে দেখা গেছে। সানা সৈয়দ ও ইমাদ শামসির এই ছবিগুলো ভক্তদের মন ছুঁয়েছে।
কলেজে বন্ধুত্ব হয় সানা সৈয়দ ও ইমাদ শামসির। তারপর বহু বছর ডেটিংয়ের পর তারা ২০২১ সালে বিয়ে করেন। বিয়ের তিন বছর পর প্রথম সন্তানের বাবা-মা হতে চলেছেন দু’জনেই। ইমাদ শামসি একজন ব্যবসায়ী।
এমটিভি স্প্লিটসভিলা ৮-এর মাধ্যমে কর্মজীবন শুরু করেন সানা। এরপর অনেক টিভি শোতে কাজ করেছেন। তার অন্যতম শো ‘কুণ্ডলী ভাগ্য’। গর্ভাবস্থার কারণে চলতি বছরের মে মাসে টেলিভিশনের এই শো ছেড়ে দেন তিনি।









