প্রথমবারের মতো করণ জোহরের ছবির প্রধান চরিত্র হিসেবে কাজ করতে চলেছেন সালমান খান। এর আগে ধর্ম প্রোডাকশনের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির অতিথি চরিত্রে কাজ করেছিলেন সালমান। সালমান-করণের ‘দ্য বুল’-এর শুটিং শুরু হবে ফেব্রুয়ারিতে।
জানা গেছে ‘দ্য বুল’ মুক্তি পাবে ২০২৫ সালের ঈদে। ছবিটি পরিচালনা করবেন বিষ্ণুবর্ধন। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে এই থ্রিলার ঘরানার ছবিটি। সালমান অভিনয় করবেন আধাসামরিক বাহিনীর একজন কর্মকর্তার ভূমিকায়।
নির্মাতারা চেয়েছিলেন নভেম্বরে শুটিং শুরু করে ২০২৪-এর বড়দিনের ছুটিতে মুক্তি দিতে। কিন্তু সালমানের ব্যস্ততার কারণে ফেব্রুয়ারির আগে শুটিং শুরু করা সম্ভব হবে না।
সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই ছবির চরিত্রের জন্য ওজন ঝড়ানো শুরু করেছেন সালমান। ছবির পোশাক ও ইউনিফর্ম তৈরির কাজও শুরু হয়েছে।
সালমানের অন্য ছবির তুলনায় এই ছবির অ্যাকশনও ভিন্নরকম হবে। ভিএফএক্সের বদলে ভালো মানের আর্ট ডিরেক্টর নেয়া হয়েছে।
‘দ্য বুল’ বিষ্ণুর দ্বিতীয় হিন্দি ছবি। এর আগে তার পরিচালিত ‘শেরশাহ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছিলো।
সূত্র: পিঙ্কভিলা







