আসন্ন ঈদ উপলক্ষ্যে মুক্তি পেতে চলেছে সালমান খান এবং রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘সিকান্দার’। আসছে ৩০ মার্চ সারা ভারতজুড়ে মুক্তি পাবে সিনেমাটি। যেই ছবির প্রচার নিয়ে এখন ব্যস্ততায় দিন কাটাচ্ছে ছবির পুরো টিমসহ সালমান নিজেও।
সেই ছবির প্রচারে এসেই মিডিয়ার সামনে প্রাণনাশের হুমকি নিয়ে খোলাখুলি কথা বলেন ভাইজান। তাকে যখন মিডিয়া জিজ্ঞাসা করে যে, লরেন্স বিষ্ণোইয়ের হুমকিতে তিনি কি ভয় পাচ্ছেন? তখন সালমান বলেন, ‘ঈশ্বর, আল্লাহ সব সমান। আমি শুধু তাকেই মানি। মানুষের আয়ু যতদিন লেখা আছে, ততদিনই আমাদের বাঁচতে হবে। তবে কখনও কখনও এত মানুষকে সঙ্গে নিয়ে চলতে হয় যে নিজেরই বিরক্ত লেগে যায়। এটাই যা সমস্যার।’
কিছুদিন ধরেই সালমান খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের তরফ থেকে। তবে ব্যাপারটি আরও গুরুতর হয়ে ওঠে যখন সালমান খানকে হুমকি দেওয়া গ্যাং তার ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকিকে হত্যা করে। সালমান থেমে থাকেননি বা ভয় পাননি। তিনি তার কাজ চালিয়ে গেছেন। তিনি তার ছবির শ্যুটিং শেষ করেছেন এবং প্রচারও করছেন।
‘সিকান্দার’র ট্রেলার লঞ্চ ইভেন্টে সালমান খান জানিয়েছিলেন, তিনি আশাবাদী যে ছবিটি ২০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে যাবে। সালমান বলেছিলেন, ছবি ভালো হোক বা খারাপ হোক, ঈদ, দীপাবলি এসব সময় ছবি মুক্তি পেলে ১০০ কোটি টাকা তো পার করেই দেয়। তবে এখন ১০০ না, ২০০ কোটিও পেরিয়ে যায়।’
২৫ মার্চ মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিং। জানা গেছে, কয়েক ঘণ্টার মধ্যে ‘সিকান্দার’র প্রায় ৪০ হাজারেরও বেশি টিকেট বিক্রি হয়েছে।









