প্যারিস অলিম্পিকে সপ্তম দিনে সেইলিং স্কিফে মেয়েদের ইভেন্টে স্বর্ণ জিতেছে নেদারল্যান্ডস। আসরে এটি তাদের চতুর্থ স্বর্ণ। অন্যদিকে ছেলেদের ইভেন্টে স্বর্ণ এসেছে স্পেনের ঘরে। সপ্তম দিনে এসে প্রথম স্বর্ণের দেখা পেল স্পেন।
ওডিল ফন অ্যানহোল্ট এবং অ্যানেট ডুয়েটজ স্বর্ণ জেতার মতো স্কোর করেন। সেটি সুইডেনকে পেছনে ফেলে স্বর্ণ আনতে সাহায্য করে। এ ইভেন্টে রৌপ্য জিতেছে সুইডেনের মেয়েরা। স্বাগতিক ফ্রান্সের পকেটে এসেছে ব্রোঞ্জ পদক।

অন্যদিকে, ছেলেদের সেইলিং স্কিফ ইভেন্টে প্রথম স্বর্ণ এসেছে স্পেনের ঘরে। ডিয়েগো বতিন এবং ফ্লোরিন ট্রিটেলের মাধ্যমে পদক গেছে স্পেনে। নিউজিল্যান্ডের আইজ্যাক ম্যাকহার্ডি এবং উইলিয়াম ম্যাকেঞ্জি জিতেছেন রৌপ্যপদক। মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়ান ব্যারোস এবং হ্যান্স হেনকেন ব্রোঞ্জ জিতেছেন।









