মেকআপ ছাড়া ক্যামেরার সামনে কাজ করার সাহস খুব কম তারকারই আছে। তবে এদিন থেকে একেবারেই আলাদা দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সাবলীল অভিনয় দিয়ে মন জয় করে নিয়েছেন কোটি দর্শকের। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘গ্ল্যামারাস’ কোনো চরিত্রে কখনই অভিনয় করতে চান না তিনি।
ক্যারিয়ার নিয়ে কোনো তাড়াহুড়ায় বিশ্বাসী নন সাই পল্লবী। সম্প্রতি ‘বিহাইন্ডউডস’-এ দেয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ২০১৫ সালে ‘প্রেমাম’ দিয়ে মালয়ালম ছবিতে পা রেখেছিলেন তিনি। এরপর সিদ্ধান্ত নিয়েছেন, স্ক্রিনে বিশেষ ধরনের কিছু পোশাক পরবেন না। পল্লবী বলেন, ‘জর্জিয়ার একটি নাচের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম বহুদিন আগে। পারফর্মেন্সের প্রয়োজনে ড্রেস স্টাইলিং করেছিলাম। যখন প্রেমাম মুক্তি পায়, মানুষ আমার পুরোনো ভিডিও ও ছবি নিয়ে টানাহেঁচড়া শুরু করে। আমার অস্বস্তি লেগেছিল মানুষের কথা বলার ধরণে। গ্ল্যামারাস চরিত্র চাই না। আমি চাই না দর্শক আমার দিয়ে এমন ভাবে তাকিয়ে থাকুক যেন আমি শ্রেফ এক টুকরো মাংস ছাড়া কিছুই না।’
অভিনেত্রী জানান, বলিউডের একজন তাকে পিআর অ্যাজেন্সি ভাড়া নেয়ার পরামর্শ দিয়েছিলেন। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘তারা বলেছিলেন আমি আমার প্রসার করতে পারি। প্রথমে বুঝতেই পারিনি এবং জিজ্ঞেস করেছি এটা কীভাবে করে? তারা বললেন, আমি যখন লাইমলাইটে থাকবো না, তারা কোনো একটি বিষয় তুলে ধরে আমাকে খবরে নিয়ে আসবে। আমি বলেছি, কিন্তু তাতে তো আমি আমার সিনেমার চরিত্র খুঁজে পাব না। আমি কেবলমাত্র আমার সিনেমা মুক্তির সময় সাক্ষাতকার দেই। মানুষ যখন সবসময়েই আপনাকে নিয়ে কথা বলবে, তখন সেটা একঘেয়ে হয়ে যাবে। তাই আমি সেটা করবো না, কোনো অর্থ নেই।’
সাই পল্লবীকে সর্বশেষ দেখা গেছে ২০২২ সালে বিরাটা পারভম ছবিতে। ৩১ অক্টোবর মুক্তি পাবে অভিনেত্রীড় নতুন তামিল সিনেমা ‘আমরণ’। শিগগির অভিনেত্রীকে রণবীর কাপুরের বিপরীতে ‘রামায়ণ’ ছবিতে দেখা যাবে ‘সীতা’র ভূমিকায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস









