সাবিলা ও নাবিলা দুই বোন। এই প্রথম দুই বোন একসঙ্গে পর্দায় আসছেন! বাস্তবের মতো নাটকেও বোনের চরিত্রেই অভিনয় করেছেন তারা! নাটকটির গল্পও লিখেছেন সাবিলা নূর!
এর আগেও সাবিলার গল্পে নির্মিত হয়েছে নাটক, তবে ‘মুখোমুখি অন্ধকারে’ নাটকে তিনি বলেছেন অন্য এক গল্প। খোলা চোখে গল্পটি দুই বোনের! এরই মধ্যে আছে প্রেম, লোভ-রাজনীতি কিংবা বিবেক জাগানিয়া গল্প! কিন্তু কী সেই গল্প? জানা যাবে বেসরকারি একটি টেলিভিশনে নাটকটি প্রচারের পর।
সাবিলা জানান, ‘একটি আর্টিকেল পড়তে গিয়ে গল্পটা মাথায় আসে তার। তিনি বলেন, তখন ভাবি কিছু করা যায় কিনা! যেহেতু গল্পটা দুই বোনের, তাই আমার বড় বোনের অভিনয় করা। আশা করছি দর্শক নতুন কিছু পাবে।’
নাটকে সাবিলার সাথে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান। আছেন আজম খানসহ অনেকেই। আহমেদ তাওকীরের চিত্রনাট্যে ‘মুখোমুখি অন্ধকার’ পরিচালনা করেছেন অনন্য ইমন।
নির্মাতা বলেন, আমি সব সময়ই চেষ্টা করি গল্প নির্ভর কাজ করার। এবারও তার ব্যতিক্রম হয়নি! তবে এই কাজটা কিছুটা নতুন! দর্শক নির্মাণে নতুনত্ব পাবে আশা করি!
সম্প্রতি মাদারীপুরের শিবচরে শুটিং হয়েছে নাটকটির।শিগগির একটি একটি টেলিভিশনে প্রচার হবে ‘মুখোমুখি অন্ধকার’।








