প্রতি ঈদেই চিত্রনায়ক রোশানের ছবি থাকছে। আগের ঈদে ‘জ্বিন’ ও ‘পাপ’ দুটি ছবি এনেছিলেন এ নায়ক। এবারও জোড়া ছবি নিয়ে আসছেন রোশান। ঈদে মুক্তি পেতে যাওয়া তার ছবি দুটি হচ্ছে ‘মায়া: দ্য লাভ’ এবং ‘ডেডবডি’।
ছবি দুটি দুই ধাঁচের উল্লেখ করে রোশান বলেন, মায়া: দ্য লাভ হচ্ছে রোমান্টিক অ্যাকশন ধাঁচের ছবি। আর ডেডবডি হরর থ্রিলার। মুক্তির আগে এ ছবিতে আমার চরিত্রের ধারণা আগেই দিতে চাই না। তবে আমার বিশ্বাস দর্শকরা দুটি চরিত্র দেখে মুগ্ধ হবেন।
‘রক্ত’ ছবি দিয়ে ২০১৬ সালের ঈদে অভিষিক্ত হয়েছিলেন রোশান। এরপর তার বেপরোয়া, সাইকো ছবিগুলো ঈদে এসেছিল। প্রতি ঈদে ছবি আসায় অনেকেই রোশানকে ঈদ কপালে নায়ক বলে থাকেন। আসলেই কী রোশান ঈদ কপালে নায়ক?
শুনেই হাসলেন রোশান। চ্যানেল আই অনলাইনকে বললেন, দেখুন আমি নিজেও আশা করিনা ঈদে জোড়া ছবি আসুক। একটা ছবি এলে ভালোভাবে প্রমোশনও করা যায়। তবে জোড়া ছবি আসায় আমি মোটেও নাখোশ নই। আমি একটু বেশি এক্সাইটেড।
‘শিক্ষার্থী হিসেবে ভালো পরীক্ষা দিয়েছি। এখন রেজাল্টের অপেক্ষায় আছি। যত ভালো শিক্ষার্থীই হোক রেজাল্টের আগে একটু তো টেনশন হয়! আমারও একটু উদ্দীপনা কাজ করছে। দর্শকদের বলবো, আপনারা ছবিগুলো দেখে ভালো মন্দ শেয়ার করেন।’
রোশান আরও বলেন, যেহেতু অনেকগুলো ছবি করেছি, এজন্য প্রতি ঈদে প্রযোজকরা আমার ছবি মুক্তি দেন। এই ঈদে তো আছেই, আগামী কোরবানির ঈদেও আমার ‘রিভেঞ্জ’ এবং ‘পুলসিরাত’ ছবি আসবে। দুটি ছবিও দুই ধাঁচের। যারা আমার কাজ দেখে তারা জানে আমি চেষ্টা করি ভিন্নতা রাখতে। তাছাড়া ঈদে আমাদের সিনেমায় ইন্ডাস্ট্রি জমে ওঠে। সেখানে আমার কাজ থাকে। এতে ফিল গুড অনুভূতি পাওয়া যায়।
এদিকে, ঈদে মুক্তির তালিকায় আছে আরও প্রায় ১০ ছবি। এসবের ছবির ভিড়ে রোশান তার ‘মায়া’ ও ‘ডেডবডি’কে আলাদা করলেন এভাবে, আমার দুটি ছবিই ভালো গল্পের। এমন ছবি দর্শকরা দেখেন অতীতে প্রমাণ আছে। দুটি ছবিই তারকাবহুল ছবি।
ছবি দুটিতে রোশানের সহশিল্পী আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও শবনম বুবলী, ওমর সানী, শ্যামল মাওলা, রাশেদ অপু। কলকাতার অন্বেষা। রোশান বলেন, ‘মায়া’ ও ‘ডেডবডি’ দুটি ছবিই দারুণ দারুণ লোকেশনে শুট করা হয়েছে। আমি আত্মবিশ্বাসী।








