এটা অনুমেয় ছিল, বিরাট কোহলির পর হয়তো রোহিত শর্মাও বিদায় বলতে চলেছেন। কোহলিকেই অনুসরণ করার কথা জানালেন ভারতের অধিনায়ক। ১৭ বছর পর দলকে টি-টুয়েন্টি বিশ্বকাপ শিরোপার স্বাদ এনে দিয়ে বিদায় বলে দিলেন সাদা বলের সংক্ষিপ্ত সংস্করণকে।
বার্বাডোজে সাউথ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ম্যাচে ৫৯ বলে ৭৬ রানের ইনিংস কার্যকরী ইনিংস খেলেছে ম্যাচসেরা হন কোহলি। পুরস্কার নিতে এসে আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে বিদায়ের কথা জানিয়ে দিয়েছেন। রোহিত অবশ্য পুরস্কার বিতরণী মঞ্চে বিদায়ের আভাস দেননি। তবে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে জানালেন তা।
বিদায়ের কথা জানিয়ে ভারত অধিনায়ক বলেছেন, ‘এটাই ভারতের হয়ে আমার শেষ টি-টুয়েন্টি। এই ফরম্যাটকে বিদায় জানানোর জন্য এর চেয়ে ভাল মুহূর্ত হতে পারে না। আমি খুব করে চেয়েছিলাম, কথায় বুঝানো কঠিন। এটা আমার জন্য খুবই আবেগঘন মুহূর্ত। এই ফরম্যাটে আমার ক্যারিয়ার (আন্তর্জাতিক) শুরু করেছি। আমি এটাই চেয়েছিলাম, আমি কাপ জিততে চেয়েছিলাম। আমি খুবই খুশি যে, তা করতে পেরেছি।
১৫৯টি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৪২৩২ রান করেছেন ভারত। ভারতীয় নয় কেবল, এই ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক বনেই ইতি টেনেছেন রোহিত। ৫টি সেঞ্চুরি ও ৩২টি ফিফটি দিয়ে সাজানো ছিল তার ক্যারিয়ার। এবারের আসরে রোহিত দুর্দান্ত করেছেন। ৮ ম্যাচে ১৫৬.৭০ স্ট্রাইকরেটে ২৫৭ রান করে আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বনেছেন। ছিল তিনটি ফিফটির ইনিংসও।









