একদিন পর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। তার আগে পডকাস্ট সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মা। সেখানে সফরকারী বাংলাদেশকে নিয়ে করা প্রশ্নে বলেছেন, বাংলাদেশকেও মজা নিতে দাও।
রোহিত বলেছেন, ‘দেখেন, প্রতিটি দল চায় এবং পছন্দ করে ভারতকে হারাতে। বাংলাদেশকেও মজা করতে দেন। আমাদের জয় প্রয়োজন এবং তার জন্য আমরা এখানে এসেছি। অন্যরা আমাদের সম্পর্কে কী ভাবছে সেটা নিয়ে চিন্তা করার সময় আমাদের নেই।’
‘যখন ইংল্যান্ড এখানে এসেছিল, তারাও অনেক কথা বলেছিল। কিন্তু আমরা সেগুলোর দিকে খুব একটা মনোযোগ দেইনি। আমাদের প্রয়োজন ছিল ভালো ডেলিভারি করা এবং সেখান থেকে আউট করা। ভালো ক্রিকেট খেলা। ভারত সম্প্রতি অনেক দলের বিরুদ্ধে খেলেছে এবং প্রতিপক্ষের কথা চিন্তা না করে জয় চিন্তা করা লক্ষ্য।’
চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টাইগারদের দুই টেস্ট সিরিজে প্রথমটি শুরু হবে ১৯ সেপ্টেম্বর। খেলা এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।









