তীব্র গরমের কষ্ট থেকে মুক্তি দিতে অবিশ্বাস্য একটি প্রোডাক্ট নিয়ে এসেছে জনপ্রিয় প্রযুক্তি সংস্থা সনি। রিয়ন পকেট ফাইভ নামক পরিধানযোগ্য এই ছোট এসিটি ঘরে এবং বাইরে শরীরকে ঠাণ্ডা রাখবে।
এনডিটিভি জানিয়েছে, গত ২৩ এপ্রিল সনি লঞ্চ করেছে রিয়ন পকেট ফাইভ। ডিভাইসটি একটি পরিধানযোগ্য জলবায়ু নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা ব্যবহারকারী সহজেই শার্ট বা যেকোন পোশাকের পিছনে সহজেই আঁটকে রাখতে পারবেন। এর আগে ডিভাইসটির কয়েকটি ভার্সন লঞ্চ হলেও নতুন ভার্সনটি বেশ কার্যকর এবং শক্তিশালী।
এই পকেট এসির বিশেষত্ব
১) এই ডিভাইসে গরম দিনের জন্য ৫টি শীতল এবং শীতের জন্য ৪টি উষ্ণ মাত্রা রয়েছে। যা ভিড়যুক্ত ট্রেনের গরম থেকে ঠান্ডা বিমানের কেবিন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে।
২) সনি জনিয়েছে, ডিভাইসটির হিটিং এবং কুলিং ফাংশন স্মার্টফোন অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।
৩) এই ডিভাইসে রয়েছে সোয়েট অ্যান্ড ড্রিপ রেজিস্ট্যান্স ফিচার। এতে করে, ডিভাইসটি গায়ে থাকার ফলে ঘামে ভিজে গেলেও কাজ করবে। তাই এটি পরে ব্যবহারকারী ব্যায়ামও করতে পারবেন।
৪) হাতের তালুতে অনায়েসে ধরে যায় ডিভাইসটি। এর ওজন মাত্র ৮০ গ্রাম।
৫) ডিভাইসটির ঠিক পিছনেই রয়েছে একটি সিলিকন প্যাড, যা প্রেস করলেই চালু হবে এবং ত্বকের কোন ক্ষতি করবে না।
৬) প্লাস্টিকের এই এসিটি ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জে দেওয়া যায় এবং অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসের সঙ্গে ব্লুটুথ দ্বারা সংযুক্ত করা যায়। এটি এক চার্জে ১৭ ঘণ্টা চলতে পারে।
পকেট এসির মূল্য এবং যেভাবে সংগ্রহ করা যাবে
সনি’র ওয়েবসাইটে রিয়ন পকেট ফাইভের প্রি-অর্ডার করা যাচ্ছে। যার দাম ১৭০ মার্কিন ডলার বা প্রায় ১৮ হাজার ৭০০ টাকা। এই প্রি-অর্ডারের শিপিং ১৫ মে থেকে শুরু হবে।
রিয়ন পকেট ফাইভ আগামী ৫ মে থেকে সিঙ্গাপুরে পাওয়া যাবে। এরপর খুব দ্রুতই মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনামে পাওয়া যাবে ডিভাইসটি।









