শাহিবজাদা ফারহান ও নাজমুল হোসেন শান্তর ৯৩ রানের দারুণ জুটির পর বড় পুঁজির সম্ভাবনাই জাগিয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। তবে মোস্তাফিজ-ফাহিমদের দুর্দান্ত বোলিংয়ে শেষদিকে সুবিধা করতে পারেনি তারা। শেষপর্যন্ত ১৫৯ রানে থেমে রাজশাহী।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানের পুঁজি পায় নাজমুল হোসেন শান্তর দল।
ব্যাটে নেমে ১২ ওপেনিং জুটি ভেঙে তানজিদ হাসান তামিম আউট হন ২ রানে। এরপর শাহিবজাদা ফারহান ও শান্তর ব্যাটিংয়ে দেখেশুনে এগোতে থাকে রাজশাহী। ৯৩ রানে জুটি ভেঙে আউট হন শান্ত। তার ব্যাট থেকে আসে ৩০ বলে ৪১ রান। অবশ্য টিকে থাকতে পারেননি ফারহানও। ৮ চার ও ২ ছক্কায় ৪৬ বলে ৬৫ রান করে ফেরেন তিনি। তার উইকেটটি নেন আলিস আল ইসলাম।
৩৮ রান তুলতে গিয়ে পাঁচ উইকেট হারায় রাজশাহী। মোহাম্মদ নাওয়াজের ১০ রান বাদ দিলে বাকিদের কেউই আর পেরোতে পারেনি দুই অঙ্কের ঘর। তাতে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানের থামে রাজশাহী।
৪৩ রান খরচায় তিন উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ। এছাড়া দুই উইকেট নেন আলিস আল ইসলাম ও এক উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান।









