চট্টগ্রাম থেকে: হার দিয়ে আসর শুরু করেছিল চিটাগং কিংস। এরপর টানা চার ম্যাচে জয়। ঘরে মাঠে অবশ্য হারের স্বাদ পেল বন্দরনগরীর দলটি। চিটাগংকে ৩৩ রানে হারিয়ে টানা অষ্টম জয় তুলে নিয়েছে অপারেজয় রংপুর রাইডার্স।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে রংপুরকে আগে ব্যাটে পাঠায় স্বাগতিক চিটাগং। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৬৪ রানের সংগ্রহ গড়ে রংপুর। জবাবে নেমে ৮ উইকেটে ১৩১ রানে থামে চিটাগংয়ের ইনিংস।
রংপুরের জার্সিতে ব্যাটে দারুণ করেছেন খুশদিল শাহ। ধুঁকতে থাকা রংপুরকে টেনে নেন পাকিস্তানি ব্যাটার। দুটি চার ও সাত ছক্কায় ২৮ বলে ৫৯ রান করেন। তিন ছক্কা ও এক চারে ৩২ বলে ৩৯ রান করেন স্টিভেন টেলর। শেখ মেহেদী ও সাইফ হাসান ১৭ রান করে দেন।
চিটাগংয়ের হয়ে আলিস আল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম দুটি করে উইকেট নেন।
জবাবে রংপুর বোলারদের তোপের মুখে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি চিটাগং। সর্বোচ্চ ৩৮ রান করেন শামীম হোসেন পাটোয়ারী। ৩১ বলের ইনিংসে ছিল একটি চার ও তিনটি ছক্কার মার। পারভেজ হোসেন ইমন ১৪ বলে ২৬ রান, গ্রাহাম ক্লার্ক ২০ বলে ২৩ রান এবং নাইম ইসলাম ২৪ বলে ১৯ রান করেন।
রংপুরের আকিফ জাভেদ ৩২ রান খরচায় ৪ উইকেট নেন। খুশদিল শাহ নেন দুটি উইকেট।









