রাজধানী ঢাকায় শুক্রবার সকালে শুরু হয় প্রবল বৃষ্টি। নগরীর অনেক প্রধান সড়কসহ অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হয়। ভোগান্তিতে পড়ে নগরবাসী। মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন ও তার আশপাশের এলাকাও পানিতে আটকা পড়ে যায়।
বাফুফে ভবনে অবস্থান করছে নারী খেলোয়াড়দের ক্যাম্প সদস্যরা। সবার সঙ্গে সেখানে আছেন জাতীয় দলের তারকা ফুটবলার মারিয়া মান্দা। বাঘিনীদের সহ-অধিনায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে বাফুফে ভবনের আঙিনা ডুবে যাওয়ার ছবি প্রকাশ করেছেন।
ফেসবুক স্টোরিতে দেয়া ছবিতে দেখা যায়, ভবনের সামনের মাঠ সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে গেছে। জিম সেশনের জন্য ব্যবহৃত স্থানটির চারদিকে থৈ-থৈ পানি। ফুটবলারদের যাতায়াতের জন্য ব্যবহৃত নীল রঙের টিম বাসটিও ছবিতে দেখা যায়। স্টোরির শিরোনামে মারিয়া লিখেছেন, ‘কী যে অবস্থা। ’

এদিকে, ভারি বৃষ্টিতে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের অ্যাস্ট্রো টার্ফও তলিয়ে যায়। ফেসবুকে সেই ছবি প্রকাশ করেছেন প্রথম বিভাগ ফুটবল দল লিটল ফ্রেন্ডস ক্লাবের হেড কোচ রিংকু চাকমা।
সকাল থেকে শুরু হয়েছিল ঝুম বৃষ্টি। আকাশে মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টিও বেড়ে চলে। মতিঝিলসহ রাজধানীর তেজগাঁও, মগবাজার, গ্রিনরোড, লালবাগ, মোহাম্মদপুর, মিরপুর, রামপুরা, বনশ্রীর বিভিন্ন স্থানে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে ঘরের বাইরে আসা মানুষজন।









