ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী অধিনায়ক মাহফুজুর রাব্বীর গাজী গ্রুপ ক্রিকেটার্স। শুক্রবার বিকেএসপিতে সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২ উইকেটে জিতেছে দলটি। সেঞ্চুরি ও ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রাব্বী।
শেখ জামাল প্রথমে ব্যাট করে সাকিবের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮০ রান তোলে। জবাবে গাজী গ্রুপ ক্রিকেটার্স ২ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে। ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে মেহেদী মারুফের দল।
দিনের শুরুতে বিকেএসপির চার নম্বর মাঠে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন গাজী গ্রুপ ক্রিকেটার্স অধিনায়ক মেহেদী মারুফ। দ্বিতীয় ওভারে উইকেট হারায় শেখ জামাল। পরে সাকিব আল হাসানের সেঞ্চুরি (১০৭ রান), ইয়াসির আলী চৌধুরীর ৭১ এবং ফজলে মাহমুদ রাব্বীর ৪৭ রানে ভর করে তিনশ কাছে যায় শেখ জামাল।
সবশেষ ২০১৯ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সাকিব আল হাসান। পরে চার বছর দশ মাসে আর কোনো সেঞ্চুরি পাননি বিশ্বসেরা অলরাউন্ডার। মাঝে কয়েকবার সেঞ্চুরির খুব কাছে গেলেও নামের পাশে হাফ-সেঞ্চুরি নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ছন্দে ফিরে ৭৩ বলে ঝড়ো সেঞ্চুরি করে খরা কাটিয়েছেন ৩৭ বর্ষী টাইগার তারকা।
বিকেএসপিতে ৭৯ বলে ১০৭ রান আসে সাকিবের ব্যাটে। ইনিংসে ৯টি চারের সঙ্গে ছক্কা মারেন ৭টি। সবমিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দশম ও স্বীকৃত ক্রিকেটে ১৮তম সেঞ্চুরি পেলেন তিনি। আব্দুল গাফফার সাকলাইনের বলে শেখ পারভেজ জীবনের হাতে ক্যাচ দিয়ে থেমেছেন।
গাজী গ্রুপের মাহফুজুর রাব্বী এবং আব্দুল গাফফার সাকলায়েন ৩টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন হাবিব মেহেদী, মাসুম খান টুটুল ও শেখ পারভেজ জীবন।
জবাব দিতে নেমে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বীর সেঞ্চুরিতে করা ১২৫ রানে ভর করে জয় তুলে নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। গাজীর সাব্বির হোসেন শিকদার করেন ৬৪ রান। রাব্বীর সাথে পারভেজ জীবনের শতরানের জুটি হয়, জীবনের অবদান ৩৪ রান।
শেখ জামালের আরিফ আহমেদ চারটি, তাইবুর রহমান দুটি এবং আরাফাত মিশু ও শফিকুল ইসলাম একটি করে উইকেট নেন।









