আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়াটার পার্টনার হয়েছে টি.কে গ্রুপের ব্র্যান্ড পুষ্টি। তেল, আটা, ময়দা, চায়ের পর তারা বাজারে এনেছে নতুন পন্য পুষ্টি ড্রিংকিং ওয়াটার।
সোমবার বিসিবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চুক্তির বিষয়ে ঘোষণা দেওয়া হয়।
বিসিবির পক্ষ থেকে জানানো হয় দুই বছরের জন্য শুধুমাত্র হোম সিরিজের চুক্তিবদ্ধ হয়েছে পুষ্টি। এই সময়ে বাংলাদেশ খেলবে ৩৭টি আন্তর্জাতিক ম্যাচ।
খাওয়ার পানি ছাড়াও নিজস্ব তত্ত্বাবধানে টাইগার ক্রিকেটারদের এনার্জি ড্রিংকসও সরবরাহ করবে তারা।
২০১৬ সালে দুই বছরের জন্য মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পানির ব্র্যান্ড সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার বিসিবির সঙ্গে ছিল। করোনার প্রভাবে এরপর দীর্ঘমেয়াদের জন্য কোনো প্রতিষ্ঠান পানি সরবরাহের জন্য আগ্রহ দেখায়নি।







