একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন চিত্রনায়িকা বুবলী। কখনো ওটিটি আবার কখনো বড়পর্দা! নায়িকা ইমেজ ভেঙে অভিনেত্রী হিসেবেও বাড়ছে তার কদর। এরইমধ্যে নতুন ছবির নাম ঘোষণা দিলেন ‘বসগিরি’ খ্যাত এই নায়িকা!
বুবলীর নতুন ছবির নাম ‘পুলসিরাত’। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুকে নতুন ছবির খবরটি সামনে আনলেন বুবলী নিজেই। আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে ছবিটি নির্মাণ করবেন রাখাল সবুজ। প্রযোজনায় মীর জাহিদ হাসান।
নতুন ছবির নাম জানিয়ে সবার কাছে দোয়া প্রার্থন করেন বুবলী। এই ছবিতে বুবলীর বিপরীতে কে অভিনয় করছেন, এ বিষয়ে কিছু জানা যায়নি।
সর্বশেষ ঈদে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত প্রহেলিকা ও ক্যাসিনা নামের দুটি ছবি। এরমধ্যে ‘প্রহেলিকা’ ছবিটি কিছুটা দর্শকপ্রিয়তা পেলেও খুব একটা চলেনি ‘ক্যাসিনো’। শরিফুল রাজের বিপরীতে মুক্তির প্রতীক্ষায় আছে বুবলীর নতুন ছবি ‘দেয়ালের দেশ’। এছাড়াও বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা শোনা যাচ্ছে।
এরমধ্যে শুটিং শুরুর আগেই বেশ আলোচনার জন্ম দিয়েছে ‘খেলা হবে’। টিএম ফিল্মস এর ব্যানারে নির্মিতব্য এই ছবিটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু।








